ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ত্রিপুরায় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চলছে। এরমধ্যে ১২টি কলেজে ভোটগ্রহণ চলছে। বাকি কলেজগুলোতে বিনা প্রতিদ্বান্দ্বিতায় জয়ী হয়েছে বামফ্রন্ট সমর্থিত স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) ও ত্রিপুরা আদিবাসী যুব সংগঠন (টিওয়াইএফ) জোট। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

১২টি কলেজের মধ্যে ২শ' ৩৪টি আসনের জন্য এসএফআই ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ) এবং বিজেপি সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মধ্যে প্রতিদ্ধন্দ্বিতা হচ্ছে।  

নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কলেজগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।  

মহারাজা বীর বিক্রম কলেজে উপস্থিত রয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষী। তিনি জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭ 
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।