ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

আগরতলা: রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামার পক্ষ থেকে মিছিল করা হয়।  

মিছিলটি রাজধানীর শিবনগর এলাকার গেদুমিঞার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিল থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে মিয়ানমার ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। নির্যাতন বন্ধের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বানও জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।