ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সিপিআই’র (এম) বিক্ষোভ কর্মসূচি ৯ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
সিপিআই’র (এম) বিক্ষোভ কর্মসূচি ৯ অক্টোবর সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

আগরতলা: দিল্লীস্থিত প্রধান কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের অবস্থান ধর্মঘটের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করবে সিপিআই (এম)। 

শুক্রবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একথা জানান সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।  

তিনি জানান, বিজেপি সরকারের সাধারণ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী দিল্লীর যন্তরমন্তর'র সামনে ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করবে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন।

এরপরও বিজেপি সরকার যদি তাদের জনবিরোধী নীতি থেকে সরে না আসে তবে শ্রমিক সংগঠনগুলি লাগাতর হরতালে যাবে বলে জানান বিজন।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।