ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সিপিআইয়ের (এম) ধিক্কার মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
ত্রিপুরায় সিপিআইয়ের (এম) ধিক্কার মিছিল ত্রিপুরায় সিপিআইয়ের (এম) ধিক্কার মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা দল (বিজেপি) সিপিআইয়ের (এম) রাজধানী দিল্লির সর্বভারতীয় কার্যালয়ের সামনে গত ১৫ দিন ধরে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিজেপির এ কার্যক্রমের প্রতিবাদে সোমবার (০৯ অক্টোবর) ভারতজুড়ে ধিক্কার মিছিল করেছে বামপন্থী দলটি।

ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায়ও ধিক্কার মিছিল বের করে সিপিআই (এম)। বিকেলে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।

মিছিল শেষে সন্ধ্যায় সিটি সেন্টারের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাশিষ গাঙ্গুলী, নারীনেত্রী কৃষ্ণা রক্ষিত প্রমুখ।

সভায় তীব্র ভাষায় বিজেপির সমালোচনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসসিএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।