ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শান্তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
শান্তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত শান্তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত

আগরতলা: ত্রিপুরা রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) আগরতলার আস্তাবল ময়দানের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করে ‘ত্রিপুরা জার্নালিস্ট ফোরাম’র সদস্যরা।

এ সময় তারা বৃষ্টি উপেক্ষা করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়।

অপর দিকে শান্তনু হত্যার ঘটনায় সিবিআই’কে দিয়ে তদন্ত করানোর দাবিতে ত্রিপুরা ১১টি সাংবাদিক ও সংবাদকর্মী সংগঠন যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সাংবাদিক শান্তনু হত্যার একমাস পূর্ণ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।