ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আগরতলায় বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক আলোচনা আগরতলায় বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক আলোচনা

আগরতলা: সীমান্ত ইস্যুতে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক প্রসঙ্গে ত্রিপুরার আগরতলায় চলছে আলোচনা চক্র। সোমবার (২৩ অক্টোবর) আগরতলা প্রেসক্লাবে ‘ইন্ডিয়া-বাংলাদেশ বর্ডার: ইন্টার‌্যাকশন অ্যান্ড ক্রস বর্ডার রিলেশন্স উইথ স্পেশাল রেফারেন্স টু নর্থ-ইস্ট ইন্ডিয়া অ্যান্ড রোড অ্যাহেড’ শীর্ষক এ আলোচনা শুরু হয়।

আসামের গৌহাটির ওকেডি ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যাম বিভাগ এবং জাপানের সাসকাওয়া পিস ফাউন্ডেশনের উদ্যোগে হচ্ছে এ আলোচনা চক্র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও কে ডি ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের ডিরেক্টর অধ্যাপক ভূপেন শর্মা, জাপানের সাসকাওয়া পিস ফাউন্ডেশনের সদস্য জুই নাকামুরা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ, জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক, অধ্যাপক দীপক উপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।