ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আসছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ত্রিপুরায় আসছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল 

আগরতলা: ত্রিপুরা বিধানসভার ডাকে আগামী ২ নভেম্বর আগরতলায় আসছে ভারতীয় নির্বাচন কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলে রয়েছেন- ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন এবং কমিশনের ডিরেক্টর বিক্রম ভাত্রা।  

শুক্রবার (২৭ অক্টোবর) বিষয়টি  বাংলানিউজকে জানিয়েছে রাজ্য নির্বাচন দফতর সূত্র।

 

সূত্র জানায়, তারা রাজ্য নির্বাচন দফতরের কর্মকর্তা, নির্বাচন দফতরের জেলা স্তরের কর্মকর্তাসহ রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে উচ্চস্তরের কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।  

১৪ মার্চ ২০১৮ তারিখে ত্রিপুরা রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুসারে এই সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন সরকার গঠন করতে হবে।

এ বছরই প্রথম ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এবার ইভিএম'য়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর মেশিন থেকে একটি কাগজ বেরিয়ে আসবে। এতে ভোটার দেখতে পারবেন তিনি যাকে ভোট দিয়েছেন সেখানে ভোট পড়েছে কিনা। ৭ সেকেন্ডের মধ্যে কাগজটি আবার মেশিনের ভেতর চলে যাবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে এখন চলছে নতুন ভোটার তালিকা সংশোধনের কাজ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭ 
এসসিএন/বিএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।