ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জিএমপি’র উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জিএমপি’র উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট বিরোধীদের সব চক্রান্ত পরাস্ত করে ২০১৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গড়তে এবং শান্তি-সম্প্রীতি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বানে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের (জিএমপি) তেলিয়ামুড়া মহকুমার কমিটির ডাকে শনিবার (২৮ অক্টোবর) এ কনভেশন অনুষ্ঠিত হয়।

খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের রজনী সর্দার পাড়া কমিউনিটি হলে আয়োজিত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান রঞ্জিৎ দেববর্মা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- জিএমপি’র তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআই(এম) খোয়াই জেলা কমিটির নেতা গোবিন্দ দেববর্মা, কল্যাণপুর সিপিআই(এম) অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ।

কনভেনশনে এলাকার জাতি-জনজাতি অংশের ছাত্র, যুবক, নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।