ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিজেপি সমর্থকদের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ত্রিপুরায় বিজেপি সমর্থকদের ওপর হামলা হামলায় আহতদের দেখতে যান বিজেপির নেতারা

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপর ক্ষমতাসীন বামফ্রন্টের সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় দুই পরিবারের ছয় সদস্য আহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাতের আঁধারে সিপাহীজলা জেলার অন্তর্গত চড়িলাম এলাকায় দক্ষিণ ব্রজপুর গ্রামের দুই পরিবারের ৬ জনের ওপর বামফ্রন্টের সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির।

আক্রান্তরা হলেন- দিলীপ সরকার, তার স্ত্রী অর্পণা সরকার ও তাদের ছেলে দীপ সরকার।

আক্রান্ত আরেক পরিবারের সদস্যরা হলেন- দীনবন্ধু দেবনাথ, তার স্ত্রী শঙ্করী দেবনাথ ও তাদের জয়দেব দেবনাথ।

সোমবার রাতে একদল দুবৃত্ত তাদের ওই দুই পরিবারের বাড়িতে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। রাতেই আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতারা আহতদের দেখতে যান।

প্রতিমা ভৌমিক বলেন, প্রতিদিনই রাজ্যের বিভিন্ন এলাকায় দলের কর্মী-সমর্থকরা শাসক দলের দুবৃত্তদের হামলার শিকার হচ্ছেন। মানুষ শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। পায়ের তলার মাটি সরে যাওয়ায় শাসকদল মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।