ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মৃত জীবনের পরিবারকে আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মৃত জীবনের পরিবারকে আর্থিক সহায়তা জীবনের বাবা-মায়ের হাতে চেক তুলে দিচ্ছেন মানিক দে

আগরতলা: আগরতলায় নিখোঁজ ও পরবর্তীতে মৃত অবস্থায় উদ্ধার গাড়িচালক যুবক জীবন দেবনাথের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।

বুধবার (১৫ নভেম্বর) আগরতলার সুভাষনগর এলাকার মৃত জীবন দেবনাথের বাড়ি গিয়ে আর্থিক সাহায্যের চেক তুলে দেন ত্রিপুরা সরকারের পরিবহন, নগর উন্নয়ন ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মানিক দে।  

মন্ত্রী মৃত জীবনের মা মঞ্জু দেবনাথ ও বাবার হাতে ১০লাখ রুপির চেক তুলে দেন।

জীবনের মা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

মৃত জীবন দেবনাথের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মন্ত্রী মানিক দে সংবাদ মাধ্যমকে জানান জীবনে মা একটি সরকারি চাকুরির আবেদন জানিয়েছেন। আপাতত সরকারের তরফে দশ লাখ রুপি দেওয়া হয়েছে।  

গত ২০ অক্টোবর ত্রিপুরার মান্দাই এলাকায় জি এম পি এবং আইপিএফটি দলের সংঘর্ষের দিন খুমলুং এলাকা থেকে জীবন দেবনাথ নিখোঁজ হন। পরে সুখিয়াকুপরা এলাকার চিছিরমা নদীর পাশে গর্ত থেকে উদ্ধার হয় জীবনের মরদেহ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।