ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আয়োজিত কর্মসূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: চাকরি স্থায়ীকরণের দাবিতে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অস্থায়ী কর্মচারীরা।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) স্বাস্থ্য দফতরের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন অস্থায়ী কর্মচারী সংঘের সম্পাদক বাবুল আচার্য্য।

বাবুল আচার্য্য বলেন, দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের বিভিন্ন পদে ১ হাজার ২২০ জন অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে দফতরের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে একাধিকবার এ বিষয়ে দাবি জানানো হয়েছে। কিন্তু তারা প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ দিচ্ছেন না। তাই, দাবি আদায়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।