ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শান্তনু হত্যাকাণ্ডে আরও দুইজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
শান্তনু হত্যাকাণ্ডে আরও দুইজন গ্রেফতার শান্তনু হত্যাকাণ্ডে আরও দুইজন গ্রেফতার

আগরতলা: ত্রিপুরা রাজ্যে তরুণ সাংবাদিক শান্তুনু ভৌমিক হত্যার সঙ্গে জড়িত থাকা সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- মান্দাই এলাকার রাকেশ দেববর্মা ও পশ্চিমজেলার বালিধূম এলাকার জীতেন দেববর্মা।

শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (এসআইটি তথা সিট) সদস্যরা শুক্রবার (৮ ডিসেম্বর) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উত্তম ব্যানার্জী বাংলানিউজকে বলেন, গ্রেফতার দুইজনের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে আগরতলার সিজেএম আদালতে হাজির করা হয়। তাদের টিআই প্যারেডের নির্দেশ দিয়েছেন আদালত।

এ হত্যাকাণ্ডের জড়িক থাকা সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।  

গত ২০ সেপ্টেম্বর দুই রাজনৈতিক দলের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয় ছিলো সাংবাদিক শান্তনু ভৌমিক।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।