ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পরবর্তী নির্বাচনে ত্রিপুরায় ভোটকেন্দ্র বাড়বে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
পরবর্তী নির্বাচনে ত্রিপুরায় ভোটকেন্দ্র বাড়বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা শ্রীরাম তরণিকান্ত। ছবি: বাংলানিউজ

আগরতলা: ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনে আরো ৪৪টি ভোটগ্রহণ কেন্দ্র বাড়ানো হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহাকরণে সংবাদ সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা শ্রীরাম তরণিকান্ত।

বর্তমানে ত্রিপুরা রাজ্যে ৬০টি বিধানসভা আসনের জন্য মোট ৩ হাজার ১৭০টি ভোটকেন্দ্র রয়েছে।

তা বেড়ে ৩ হাজার ২১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভারতের নির্বাচন কমিশনও এ বিষয়ে অনুমতি দিয়েছে।

শ্রীরাম তরণিকান্ত জানান, আগামী বছরের ০৫ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে নির্বাচন দফতর নিয়মিত রুটিন কাজ চালিয়ে যাচ্ছে।

বিধানসভা নির্বাচনে এ রাজ্যে একজন প্রার্থী নিজে সর্বোচ্চ ২০ লাখ রুপি খরচ করতে পারবেন। রাজনৈতিক দলের খরচের সর্বোচ্চ সীমা নেই, তবে খরচের হিসেব ও উৎসের বিষয়ে নির্বাচন দফতরকে অবগত করতে হবে।

তিনি জানান, রাজ্যের বেশিরভাগ অংশেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ভোটের সময় সীমান্তে নজরদারি বাড়ানো হবে। ইতোমধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চপদস্থদের সঙ্গে নির্বাচন দফতর বৈঠক করেছে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসসিএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।