ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় টেট শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
আগরতলায় টেট শিক্ষকদের অবস্থান কর্মসূচি  টেট শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

আগরতলা: ত্রিপুরা সরকারের শিক্ষা দফতর কর্তৃক টিচার ইলিজিবিটি টেস্ট (টেট) পরীক্ষার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ন্যায্য ও নিয়মিত বেতনের দাবিতে আগরতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন ‘ত্রিপুরা টেট ওয়েফেয়ার অ্যাসোসিয়েশন’র সদস্যরা। 

সোমবার (০৮ জানুয়ারি) আগরতলার কুঞ্জবন এলাকার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এ অবস্থান কর্মসূচি পালন কর‍া হচ্ছে।  

এতে অংশ নেওয়া শিক্ষকদের অভিযোগ- সারা ভারতের স‌কল রাজ্যে টেট দিয়ে নিযুক্ত শিক্ষকদের নিয়মিত হারে বেতন দেওয়া হলেও ব্যতিক্রম শুধু ত্রিপুরা।

এই রাজ্যে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত হারে বেতন দেওয়া হচ্ছে না।  

অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে প্রায় সাড়ে ৩ হাজারের বেশি টেট উত্তীর্ণ শিক্ষকদের বঞ্চিত করছে রাজ্য সরকার। এজন্য অবস্থান কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের কাছে দ্রুত তাদের দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে।  

কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন এলাকার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।