ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এবারো বামফ্রন্ট সরকার গঠন করবে, বামেদের দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এবারো বামফ্রন্ট সরকার গঠন করবে, বামেদের দাবি  আগরতলা প্রেসক্লাবে বক্তব্য রাখেন সিপিআই (এম) এর সম্পাদক বিজন ধর/ ছবি: বাংলানিউজ

আগরতলা:  আসন্ন বিধানসভা নির্বাচনেও বামফ্রন্ট সরকার গঠন করবে বলে দাবি করেছেন রাজ্যের ক্ষমতাসীন দল সিপিআই (এম) এর সম্পাদক বিজন ধর। 

তিনি বলেছেন, গত ২৫ বছর ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় থেকেছে বামফ্রন্ট সরকার। অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে।

এরপরও অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনো করতে পারেনি। তাই ভবিষ্যতে ক্ষমতায় এসে সেসব কাজ করতে চায়। এবারো রাজ্যে বামফ্রন্ট সরকার গঠন করবে। মানুষ বামফ্রন্টকে ভোট দেবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের রাজ্য কমিটির সম্পাদক এসব কথা বলেন।

বিজন ধর বলেন, ২৫ বছর ধরে ত্রিপুরা রাজ্যের শাসনকালে বামফ্রন্ট সরকারের কাজ-কর্মে ভুলভ্রান্তি থাকতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো চাইলে তাদের ভুলভ্রান্তির বিষয়ে নিয়ে রাজনীতি করতে পারতো। কিন্তু বিরোধী দল তা করেনি। মানুষ দলকে ভালোবাসে। তাই আগামীতেও রাজ্যে দলকে ক্ষমতায় আনবে সাধারণ মানুষ।  

প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।