ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আলুর ট্রাক থেকে ৫০ লাখ রুপির ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ত্রিপুরায় আলুর ট্রাক থেকে ৫০ লাখ রুপির ফেনসিডিল জব্দ ত্রিপুরা পুলিশের হাতে জব্দ কফ সিরাপ (ফেনসিডিল)/ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলার পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি আলুর ট্রাক থেকে ৫০ লাখ রুপির আমদানি নিষিদ্ধ কফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার মাধববাড়ী এলাকায় থেকে সিরাপগুলো জব্দ করা হয়।

জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বনোজ বিপ্লব দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি আলু বোঝাই ট্রাকে (ডব্লুউ বি ২৩বি-৩০৭৫) অভিযান চালিয়ে সিরাফগুলো (ফেনসিডিল) জব্দ করা হয়।

এসময় অভিযানে জিরানীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ ও রানীরবাজার থানার ওসি নিত্যান্দ সরকার ‍উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে মোট ১৬৮টি সিরাপের প্যাকেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য সব মিলিয়ে প্রায় ৫০ লাখ রুপি হবে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।