ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে চলছে দোল উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ত্রিপুরাজুড়ে চলছে দোল উৎসব দোল উপলক্ষে চলছে রঙ খেলা-ছবি-বাংলানিউজ

আগরতলা:  রঙে মেতেছে ত্রিপুরাবাসী। বৃহস্পতিবার (১ মার্চ) দোল উদযাপনে সামিল হয়েছে সবাই।

‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের সঙ্গে দোল উদযাপনে মেতে উঠেছে সবাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে উদযাপিত হচ্ছে দোল উৎসব।

 

ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ মানুষ এদিন তাদের আরাধ্য দেবতাদের নানা রঙে রাঙিয়ে তোলেন। এ উপলক্ষে হয় উপাসনা। এরপর নিজেরা সামিল হন রঙ খেলায়।  

রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় দোল উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।