ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিপুরার উন্নতি চায় বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিপুরার উন্নতি চায় বিজেপি বিপ্লব কুমার দেব

আগরতলা: বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে কাজ করবে বিজেপি সরকার।

শনিবার (০৩ মার্চ) ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ও উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা নিয়ে রাজ্যের উন্নয়ন করা হবে।

এ জয় বিজেপি'র জয় নয় রাজ্যবাসীর জয় বলে অভিহিত করেন তিনি। বামফ্রন্ট ত্রিপুরাবাসীর সঙ্গে যে আচরণ করেছেন তার ফল হিসেবে রাজ্যের মানুষ জবাব দিয়েছেন।

বিজেপি'র জয়ের পর বিপ্লব কুমার দেবকে আবির মাখিয়ে রাঙিয়ে দেয় দলের কর্মী সমর্থকরা।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।