ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত চার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত চার ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আগরতলা: ভোট গণনা শেষে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় নিহত হয় দুইজন। শনিবার বিকেলে(৩ মার্চ) খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকায় দুর্ঘটনাটি হয়।

নিহতরা হলেন চেলাফ্রু মগ এবং প্রবীর জমাতিয়া। ভোটের ফলাফল শেষে ইকো গাড়ি করে চাকমাঘাট স্থিত তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের সামনে থেকে আঠারমুড়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।

এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গাড়িতে থাকা অন্য চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে তেলিয়ামুড়ার দমকল কর্মীরা ছুটে যান দুর্ঘটনা স্থলে।

আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। এরা সকলে বামফ্রন্টের সমর্থক ছিলেন বলে জানা গিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৫, ৪ মার্চ, ২০১৮
এসসিএন/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।