ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শেষ শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
ত্রিপুরার সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শেষ শ্রদ্ধা খগেন্দ্র জমাতিয়ার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার সমবায় ও মৎস্য মন্ত্রী ও সিপিএম নেতা খগেন্দ্র জমাতিয়ার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

রোববার (০৪ মার্চ) দুপুরে ভারতের রাজধানী দিল্লি থেকে প্লেনে করে তার মরদেহ আগরতলায় নিয়ে আসা হয়।  

বিমানবন্দর থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে; সেখান থেকে মহাকরণে।

সেখানে দলীয় নেতাকর্মীরা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।  

এরপর খগেন্দ্রের মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রধান কার্যালয়ে। সেখানে খগেন্দ্র জমাতিয়ার মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং শ্রদ্ধা জানানো হয়।  

এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর, দলের মুখপাত্র গৌতম দাস, পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করসহ অন্যান্য নেতারা খগেন্দ্র জমাতিয়ার মরদেহে শ্রদ্ধা জানান।

শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরার খোয়াই জেলার কৃষ্ণনগর এলাকার নিজ বাস ভবনে। সেখানেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে।  

এর আগে, শুক্রবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খগেন্দ্র জমাতিয়া।  

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।