ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মন্ত্রিসভার সদস্যদের টিইউকেএস’র সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
মন্ত্রিসভার সদস্যদের টিইউকেএস’র সংবর্ধনা মন্ত্রীসভার সদস্যদের টিইউকেএস’র সংবর্ধনা

আগরতলা: ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতির (টিইউকেএস) পক্ষ থেকে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের সংবর্ধিত করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) মহাকরণে গিয়ে সমিতির পক্ষ থেকে মন্ত্রিদের হাতে ফুলের তোড়া ও কাঁধে রিশা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।  

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুখ রঞ্জন দেববর্মা, সহ-সাধারণ সম্পাদক বিমল দেববর্মা, তকিরাই দেববর্মা প্রমুখ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুখ রঞ্জন দেববর্মা জানান, রাজ্যে দীর্ঘ ২৫ বছর ধরে যে সরকার ছিলো তারা মানুষের জন্য কিছু করেনি। তাদের আশা নতুন সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসসিএন/এসআরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।