ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বামপন্থী শ্রমিক সংগঠনের অফিস থেকে অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
বামপন্থী শ্রমিক সংগঠনের অফিস থেকে অস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার

আগরতলা: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার নাগেরজলা মোটরস্টেন্ডের বামপন্থী শ্রমিক সংগঠনের সিআইটিইউ'র বন্ধ অফিস ঘর থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ মার্চ) দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অফিস ঘরের দরজার তালা ভেঙে অস্ত্রগুলো উদ্ধার করে।

ধারালো অস্ত্রগুলোর মধ্যে দা, বল্লম, তরবারিসহ মাঝারি আকারের ইট ও পাথরের টুকরো রয়েছে।

সব মিলিয়ে কয়েকশ অস্ত্র রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন- আমতলী এলাকার এসডিপিও সুদীপ পাল, এডি নগর থানার ওসি আলমগীর হোসেনসহ পুলিশ এবং টিএসআর বাহিনীর সদস্যরা।  

স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল অভিযোগ করে বলেন, এইসিআইটিইউ সদস্যরা অস্ত্রগুলো সাধারণ মানুষের ওপর অত্যাচারে জন্য ব্যবহার করতো। যারা অস্ত্রগুলো মজুদ করেছিলো তাদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তিনি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।