ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সংবর্ধিত হলেন নবনির্বাচিত তপশিলি জাতি-উপজাতি বিধায়করা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
সংবর্ধিত হলেন নবনির্বাচিত তপশিলি জাতি-উপজাতি বিধায়করা অনুষ্ঠানে নবনির্বাচিত তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ১২জন বিধায়করা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভায় নবনির্বাচিত তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ১২জন বিধায়কদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ মার্চ) ত্রিপুরার রাজধানী আগরতলার সুপারি বাগান এলাকার দশরথদেব স্মৃতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিপুরা ট্রাইবেল অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই বিধায়কদের সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা, মৎস দফতরের প্রতিমন্ত্রী এনসি দেববর্মা, বিধায়ক ডা. দিলীপ দাস, দিবাচন্দ্র রাংখলসহ নবনির্বাচিত অন্যান্য তপশিলিজাতি ও তপশিলি উপজাতি অংশের বিধায়করা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।