ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিএসএফের উদ্যোগে আগরতলায় খো খো প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
বিএসএফের উদ্যোগে আগরতলায় খো খো প্রতিযোগিতা সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরার সীমানার উদ্যোগে আগরতলায় তিন দিনব্যাপী খো খো (এক ধরনের খেলা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থানরত বিএসএফের ১৩টি সীমানা থেকে প্রতিযোগীরা অংশ নেবেন।

সোমবার (১৯ মার্চ) রাজধানীর শালবাগান এলাকার বিএসএফের সীমানার হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান বিএসএফের কর্মকর্তা এইচকে লুহিয়া।

তিনি জানান, রাজ্যে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হবে। জার্সির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।                                         এদিন প্রতিযোগিতার জার্সির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,  এ খোলার আকর্ষণ বাড়ানোর জন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে বিএসএফের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।