ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সংস্কার কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সংস্কার কাজ চলছে সংস্কার কাজে ব্যস্ত শ্রমিকরা/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য প্রস্তুত করা হচ্ছে মার্ক্স-এঙ্গেলস সরণীর সরকারি বাসভবন।

মঙ্গলবার (২০ মার্চ) সরেজমিনে দেখা যায়, পূর্ত দফতরের তত্ত্বাবধানে এ বাসভবনের সংস্কার কাজ চলছে।

ইতোমধ্যে বাসভবনের মূলফটক থেকে খুলে ফেলা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম ফলক।

এসময় পূর্ত দফতরের কর্মকর্তাদের সেখানে দাঁড়িতে থাকতে দেখা য়ায়। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা না বলায় কবে নাগাদ শেষ হচ্ছে এ সংস্কারের (প্লাস্টার ও রং) কাজ জানা যায়নি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি চলছে অন্যান্য মন্ত্রীদের বাসবভনের সংস্কার কাজও।

গত ১৩ মার্চ রাজধানী আগরতলার মার্ক্স-এঙ্গেলস সরণীর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘুরে দেখছেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসময় তার স্ত্রী নীতি দেবও সঙ্গে ছিলেনে।

সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও তার স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্য্য সরকারি আবাস ছেড়ে বর্তমানে রয়েছেন মেলার মাঠ এলাকার সিপিআই (এম) দলের কার্যালয়ে। রাজ্য কমিটির প্রধান কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনের দোতলা এখন তাদের ঠিকানা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।