ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
ত্রিপুরায় বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুমে যশবন্ত সিং (৫০) নামে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) রাতে মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি সাব্রুমের ছোট খিল বিওপি'র অধীনে ৩১ নম্বর ব্যাটালিয়ানে কর্তব্যরত ছিলেন।

তার বাড়ি পাঞ্জাবে বলে জানা গেছে।

রাতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় যশবন্তকে পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান অন্য জওয়ানরা। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।  

এ বিষয়ে সোমবার (২৬ মার্চ) সকালে বিএসএফ'র ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এইচ কে লুহিয়া বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে জওয়ানের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মরদেহ সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।