ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বইমেলা উপলক্ষে আগরতলার সড়কে আলপনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বইমেলা উপলক্ষে আগরতলার সড়কে আলপনা সড়কে চলছে আলপনা আাঁকা

আগরতলা: আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের আগরতলা বইমেলা। এ বছর মেলা বসছে রাজধানীর শিশু উদ্যানে। প্রাণের এ মেলা আরও নান্দনিক করতে আগরতলা আর্ট কলেজের শিক্ষার্থীরা মেলার প্রবেশপথ ক্যানভাস হিসেবে ব্যবহার করে  রাঙিয়ে তুলেছে নতুন সাজে।

শনিবার (৩১ মার্চ) দুপুর থেকে আর্ট কলেজের শিক্ষার্থীরা এ আলপনা আকাঁ শুরু করেন। বিভিন্ন বর্ষের মোট ৭০ জনের বেশি শিক্ষার্থী নিজের মনের মতো রঙে সাজিয়ে তুলছেন শিশু উদ্যানে প্রবেশের সড়কটি।

দু’দিনের মধ্যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করবেন বলে বাংলানিউজকে জানান আর্ট কলেজের অধ্যাপক হরেকৃষ্ণ পাল।  

তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে প্রথম বারের মতো সড়ককে ক্যানভাস হিসেবে ব্যবহার করে শিল্পকর্ম হচ্ছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইচ্ছায় বইমেলা কমিটির এ আয়োজন।

এ বছর বইমেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।