ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
ত্রিপুরায় সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে বৈঠক বৈঠকে পরিবহন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ/ ছবি: বাংলানিউজ

আগরতলা: বিধানসভা নির্বাচনের কারণে গত জানুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন করা যায়নি। এজন্য আগামী ২৩ এপ্রিল আগরতলার আস্তাবল মাঠে রাজ্য ভিত্তিক জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হবে।

বুধবার (৪ এপ্রিল) রাজ্যের মহাকরণে এ উপলক্ষে পরিবহন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়'র নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবহন দফতরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায় সাংবাদিকদের জানান, এ বছরের সড়ক সুরক্ষার প্রতিপাদ্য ‘সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা’। এ স্লোগানে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতে এ কর্মসূচি উদযাপন করা হবে। জন সাধারণের সুবিধার জন্য আরও কিছু নতুন সিটি বাস চালু করা হবে।

রাজধানীর যানজটের সমস্যা সমাধানের জন্য কিছু কিছু সড়কে দিনের বিশেষ বিশেষ সময় ওয়ানওয়ে ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।