ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে আগরতলায় জনসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১, ২০১৮
আন্তর্জাতিক শ্রমিক দিবসে আগরতলায় জনসভা জনসমাবেশে বক্তারা-ছবি-বাংলানিউজ

আগরতলা: আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মে) আগরতলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত এই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, শ্রমিক সংগঠন সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মানিক দে, সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ও সংসদ সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, নারীনেত্রী জয়া বর্মণ, শ্রমিক নেতা পিযুষ নাগ প্রমুখ।  

সভায় মানিক সরকার বলেন, পুঁজিবাদী অর্থনীতিতে মানুষের চাহিদা থাকলেও তার অর্থ না থাকার কারণে বাজার থেকে সামগ্রী কিনতে পারছে না।

অথচ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তারা। ক্রেতা নেই তাই উৎপাদন বন্ধ করছে। এই অবস্থায় মন্দা দেখা দিয়েছে। পুঁজিবাদ মুনাফা ছাড়া কিছু বুঝে না। এই অবস্থায় বিশ্বের বেশিরভাগ সম্পদ মাত্র একভাগ মানুষের হাতে চলে এসেছে।

অন্য বক্তারাও পুঁজিবাদের তীব্র সমালোচনা করেন ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১ মে, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।