ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাহরাইনের রানির নজর কাড়লো ত্রিপুরার আনারস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
বাহরাইনের রানির নজর কাড়লো ত্রিপুরার আনারস কুইন প্রজাতির আনারস। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের কুইন প্রজাতির সুস্বাদু আনারস দেখে মুগ্ধ হলেন বাহরাইনের রানি সাবিকা বিনতে ইব্রাহিম আল খলিফা।

বুধবার (১৬ মে) মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই-এর ললিত হোটেলে ফল ও সবজির এক আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রদর্শনীতে ভারতের বিভিন্ন রাজ্যের ফল ও সবজির পাশাপাশি ত্রিপুরা রাজ্যের কুইন ও কিউ প্রজাতির আনারস প্রদর্শন করা হয়।

 

প্রদর্শনীতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের দৃষ্টি কেড়েছে ত্রিপুরার কুইন প্রজাতির আনারস। এই আনারস দৃষ্টি আকর্ষণ করে সেখানে উপস্থিত বাহরাইনের রানিরও। তিনি নিজ দেশের জন্য কুইন আনারসের স্যাম্পল চেয়ে নেন।

শুক্রবার (১৮ মে) আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের আটটি জেলার চাষিদের দিয়ে আনারস চাষ সংক্রান্ত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হবে।  

কর্মশালায় উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়।  

এই কর্মশালায় ত্রিপুরা রাজ্য থেকে দুবাইতে আনারস রপ্তানি সংক্রান্ত বিষয়ে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হবে।  

ত্রিপুরা সরকারের কৃষি দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।