ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সেচের আওতায় নতুন কৃষিজমি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
ত্রিপুরায় সেচের আওতায় নতুন কৃষিজমি কৃষিজমি। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার অন্তর্গত কুমারঘাট ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি এখনও সেচের আওতায় আসেনি। চাষের জমিকে সেচের আওতায় নিয়ে আসার জন্য তিনটি গভীর নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে।

পানি সম্পদ দফতরের উদ্যোগে এ কর্মসূচি রূপায়ন করা হচ্ছে। কূপগুলো ব্লকের অন্তর্গত রাজকান্দি, রাধানগর এবং গকুলনগর এলাকায় বসানো হচ্ছে।

কাজ শেষ হলে নতুন করে ৩০ হেক্টর চাষের জমি সেচের আওতায় চলে আসবে। এতে মোট ব্যয় হবে ৩৩ লাখ রূপি।

মঙ্গলবার (২২ মে) ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের কাছ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।