ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টায় পুলিশ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ২৪, ২০১৮
স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টায় পুলিশ সদস্য গ্রেফতার গ্রেফতার রাধাকান্ত

আগরতলা: স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে রাধাকান্ত দেববর্মা নামে ত্রিপুরা পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঊনকোটি জেলার ফটিকরায় এলাকার বাসিন্দা রাধাকান্ত বুধবার (২৩ মে) দিনগত রাতে দেশি বন্দুক দিয়ে তার স্ত্রী সরস্বতী দেববর্মাকে গুলি করেন। কিন্তু তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হওয়ায় তার শরীরে গুলি লাগেনি।

গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ও রাধাকান্তকে কৈলাসহর থানা পুলিশের হাতে তুলে দেন।  

কৈলাসহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় সেন বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদ চলছে। রাধাকান্ত উত্তর জেলার কোনো এক থানায় কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে অনুমতি না নিয়ে ছুটিতে ছিলেন। এ সময় তিনি কোথায় ছিলেন, কি করেছেন এই বিষয়েও তদন্ত চলছে।  

কিছুদিন আগে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান তার তিন সহকর্মীকে খুন করে আত্মঘাতী হন। এর ক’দিন পর এক টিএসআর জওয়ান তার স্ত্রী, এক ছেলে ও মেয়েকে খুন করে আত্মঘাতী হন। পর পর এমন ঘটনায় রাজ্যের মানুষ ও প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৪ মে, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।