ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সিআইটিইউ'র গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
আগরতলায় সিআইটিইউ'র গণঅবস্থান শ্রমিক সংগঠন সিআইটিইউ'র গণঅবস্থান, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম) সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ’র অফিস ভাঙার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

সোমবার (২৮ মে) আগরতলার সিটি সেন্টারের সামনে এ গণঅবস্থান কর্মসূচি পালন করে সিআইটিইউ ও তাদের অনুমোদিত একাধিক শাখা সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন-শ্রমিক সংগঠন সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মানিক দে, সম্পাদক ও সংসদ সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, সাবেক মন্ত্রী পবিত্র কর প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন- সরকারের কাজ হলো সাধারণ মানুষসহ বিভিন্ন সংগঠন ও তাদের সদস্যদের নিরাপত্তা দেওয়া। কিন্তু ত্রিপুরা রাজ্যের নতুন সরকার নিরাপত্তা দেওয়ার পরিবর্তে গণতান্ত্রিক চর্চার জায়গাগুলো ভেঙে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।