ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিশ্ব তামাক বর্জন দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
আগরতলায় বিশ্ব তামাক বর্জন দিবস পালন আলোচনা সভায় বক্তারা। ছবি: বাংলানিউজ

আগরতলা: সারাবিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মে) আগরতলার আস্তাবল এলাকার পোল স্টার ক্লাবের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ডা. অরূপ রায় বর্মণ, ক্লাস সভাপতি গৌতম সরকার, সম্পাদক পিযুষ কান্তি দে, অপর্ণা ভৌমিক প্রমুখ।

সভায় বক্তারা তামাক ব্যবহারের ক্ষতিকারক দিক ও কিভাবে তামাক সেবন থেকে বিরত থাকা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

রাজ্যের অন্য জায়গাতেও বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।