ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আইপিএফটির দাবি মেনে নিলেন বিপ্লব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
আইপিএফটির দাবি মেনে নিলেন বিপ্লব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আইপিএফটি নেতাদের বৈঠক, ছবি: বাংলানিউজ

আগরতলা: ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তুইপ্রাল্যান্ড (আইপিএফটি) নেতাদের দাবি মেনে রাজ্যের পশ্চিম জেলা অন্তর্গত লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যান পদে নতুন নিয়োগের আশ্বাস দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বুধবার (১৩ জুন) মুখ্যমন্ত্রীর সঙ্গে আইপিএফটির সাত নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইপিএফটির নেতাদের দাবি মেনে নিয়ে এ আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

 
 
আইপিএফটি নেতা রণবীর দেববর্মা বাংলানিউজকে জানান, মুখ্যমন্ত্রীর আশ্বাসে লেফুঙ্গা ব্লকসহ ১০টি পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয়েছে। এ ইস্যুতে আইপিএফটি পরবর্তীতে কোনো আন্দোলন করবে না। আমাদের দাবি আইপিএফটির নেতা রাজেন্দ্র দেববর্মা পশ্চিম জেলার লেফুঙ্গা ব্লক এডভাসরি কমিটির চেয়ারম্যান (বিএসি) হবেন, মুখ্যমন্ত্রী তা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এরআগে সোমবার (১১ জুন) রাজ্যের পশ্চিম জেলা অন্তর্গত লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে আইপিএফটি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসসিএন/এএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।