ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার বাজেট পেশ ১৯ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ত্রিপুরার বাজেট পেশ ১৯ জুন বৈঠকে অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের দ্বাদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে ১৯ জুন। চলবে ২৮ জুন পর্যন্ত।

অধিবেশনের প্রথম দিন বিধানসভায় ২০১৮-১৯ অর্থবছরের ত্রিপুরা রাজ্যের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে বিধানসভা ভবনের কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাসরি কমিটির (বিএসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

এসময় স্পিকার ছাড়াও ট্রেজারি বেঞ্চ এবং অপজিশন বেঞ্চের সদস্যা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।