ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ত্রিপুরায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত ত্রিপুরা রাজ্যে পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। ছবি: বাংলানিউজ

আগরতলা: বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস।

বৃহস্পতিবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, রামকৃষ্ঞ মিশন আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী হিতোকামানন্দজী মহারাজ, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের অধিকর্তা এল ডার্লং প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কর্ম। এই দানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন রক্তদানে এগিয়ে আসেন।
 
যেসব ব্যাক্তি জীবনে ৪০ বারের বেশি রক্তদান করেছেন ও যারা নিজের জন্মদিনে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয় এ অনুষ্ঠানে।  

ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের অধীনে রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির এবছরের স্মরণিকার মোড়ক উন্মোচন হয় এদিন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।