ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরী নাথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরী নাথ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা'র সঙ্গে কেশরী নাথ ত্রিপাঠি

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি।

শুক্রবার (১৫ জুন) আগরতলার রাজভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তগী।

এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহাসহ অন্যান্য মন্ত্রী এমএলএ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল তথাগত রায় কিছু দিনের জন্য ছুটিতে যাওয়ায় অস্থায়ীভাবে রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন কেশরী নাথ ত্রিপাঠি।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে তিনি আগরতলায় আসেন। রাজ ভবনে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্যরা।  

ত্রিপুরা স্টেট রাইফেলসের পক্ষ থেকে কেশরী নাথ ত্রিপাঠিকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।