ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে আরো ৬ হাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে আরো ৬ হাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তর জেলার রাঘনা এলাকায় এবং ধলাই জেলার কমলপুর এলাকায় সীমান্ত হাট স্থাপনের জন্য উভয় দেশের সরকার যৌথভাবে অনুমোদন দিয়েছে।

এছাড়া পশ্চিম জেলার বামুটিয়া, ঊনকোটি জেলার হীরাছড়া, দক্ষিণ জেলার একিনপুর এবং সিপাহীজলা জেলার বক্সনগর এলাকায় আরো চারটি সীমান্ত হাট চালু করার জন্য ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের পক্ষে ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

ভারত-বাংলাদেশ সরকারের অনুমতি পাওয়ার পর এ চারটি সীমান্ত হাট স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৯ জুন) ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বিরোধী দলের বিধায়ক সুধন দাসের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বর্তমানে রাজ্যের দক্ষিণ জেলার শ্রীনগরে এবং সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় সীমান্ত হাট চালু রয়েছে। উভয় দেশের যৌথ উদ্যোগে ২০১৫ সালে এ হাট দু’টি চালু করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসসিএন/এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।