ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

স্মার্ট সিটি হচ্ছে আগরতলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
স্মার্ট সিটি হচ্ছে আগরতলা আগরতলা শহর। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরকে ২০২১ সালের মধ্যে স্মার্ট সিটি হিসেবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বুধবার (২০ জুন) ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ১৯৬ কোটি রুপি’র অনুমোদন দিয়েছে ভারত সরকার।

এর মধ্যে ১৬৬ কোটি রুপি রাজ্য সরকার পেয়ে গেছে। তা দিয়ে আগরতলা শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকিকরণ, পাম্প স্থাপন, রাস্তা প্রশস্ত করাসহ নগর উন্নয়নমূলক কাজ করা হবে।

তিনি আরও বলেন, আগরতলা স্মাট সিটি প্রকল্পের অধীনে শহরে অত্যাধুনিক ও বিজ্ঞানসম্মত গাড়ি পার্কিং ব্যবস্থা এবং বিভিন্ন জায়গাকে ওয়াই-ফাই জোনে পরিণত করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের ৫০ শতাংশ অর্থ দিচ্ছে ভারত সরকার, বাকি ৫০ শতাংশ দিতে হবে ত্রিপুরা সরকারকে। এই প্রকল্প বাস্তবায়নের কাজ আরও আগেই শুরু করা যেতো কিন্তু সাবেক রাজ্য সরকারের অনিহার কারণে তা হয়নি। নতুন সরকার আসার পর অর্থের সংস্থান করে এখন আমরা কাজ শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।