ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার দুই সাংবাদিক খুনের তদন্ত করবে সিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
ত্রিপুরার দুই সাংবাদিক খুনের তদন্ত করবে সিবিআই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে রহস্যজনকভাবে খুন হওয়া দুই সাংবাদিকের ঘটনার তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

শুক্রবার (২২ জুন) রাতে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে তদন্ত সংস্থাটি।  

পরে মুখ্যমন্ত্রী রাতেই রাজ্যের মহাকরণে জরুরি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ খবর ছড়িয়ে পড়ায় খুশির জোয়ার বইছে ত্রিপুরা রাজ্যের সাংবাদিক মহলে। কারণ রাজ্যের সাংবাদিকদের ১১টি সংগঠন এক যোগে এ দুটি খুনের ঘটনার তদন্ত সিবিআই'কে দিয়ে করানোর জন্য দাবি জানিয়ে আসছিলো।  

দুই সাংবাদিকের খুনের তদন্ত সিবিআই'কে দিয়ে করানোর দাবিতে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া'র কর্মকর্তাদেরকে অনুরোধ জানিয়ে ছিল।
 
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি জানিয়ে ছিল যে, তারা ক্ষমতায় এলে দুই সাংবাদিকের খুনের তদন্ত সিবিআই'কে দিয়ে করাবে। সেই মতে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর তারা তাদের প্রতিশ্রুতি রাখলো।  

এ কাজে সাংবাদিকদের তরফে কঠোর পরিশ্রম করেছেন আগরতলা প্রেসক্লাবের কনভেনার প্রণব সরকার।

গত বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে আলাদা আলাদা দিনে খুন হয়েছিলেন দুই সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এসসিএন/এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।