ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শিশুর কিডনি তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
ত্রিপুরায় শিশুর কিডনি তুলে নেওয়ার অভিযোগ নিহত শিশু পূর্ণের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় পূর্ণ বিশ্বাস নামে এক শিশুর কিডনি তুলে নেওয়ার অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (২৬ জুন) ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার সিধাই থানার ভূমিহীন কলোনির বিলেরপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশু পূর্ণকে দুপুর থেকে কোথাও পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুজির পর রাতে এলাকার রাবার বাগানে তার মরদেহ পাওয়া যায়।

শিশুটির পেট কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখে এলাকাবাসীর ধারণা, হত্যার পর শিশুটির কিডনি তুলে নিয়ে গেছে আততায়ীরা।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালায়।  এতে সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে আগরতলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

এদিকে রাতেই খবর পেয়ে আগরতলা মেডিকেল কলেজে ছুটে যান ত্রিপুরা পুলিশের আইন-শৃঙ্খলা শাখার ইন্সপেক্টর জেনারেল কে ভি শ্রীজেশ।

কে ভি শ্রীজেশ শিশুটির মৃত্যু ও পুলিশ কর্মকর্তাদের আহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।