ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
ত্রিপুরায় মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ৪ ত্রিপুরায় পৃথক মাদকবিরোধী অভিযানে চার যুবক আটক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজীৎ দেব বাংলানিউজকে জানান, সরদুকরকরি এলাকায় একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ২৩টি প্যাকেটে মোড়ানো গাঁজা পাওয়া যায়।

পরে আটক ট্রাকচালকসহ জব্দ হওয়া গাঁজা থানায় নিয়ে হয়। একইসঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এছাড়া বুধবার রাতে ৪৪ নম্বর জাতীয় সড়কে টহলরত পুলিশ একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬০ কেজি গাঁজা জব্দ করে।  

খোয়াই জেলার পুলিশ সুপার (এসপি) কৃষ্ণেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, জেলার সিপাইহাওর এলাকা থেকে ব্রাউন সুগার ও ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। আটক যুবকরা হলেন- দীপঙ্কর দাস, প্রহ্লাদ বিশ্বাস ও কৃষ্ণা মালাকার।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।