ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নানা আয়োজনে আগরতলায় রথযাত্রা উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
নানা আয়োজনে আগরতলায় রথযাত্রা উদযাপিত রথযাত্রা। ছবি: বাংলানিউজ

আগরতলা: প্রতিবছরের মতো এবারও উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে ত্রিপুরাজুড়ে রথযাত্রা উদযাপিত হয়েছে।

আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের রথযাত্রা দেখতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এ রথের বিশেষত্ব হলো ত্রিপুরা পুলিশের ব্যান্ড রথের আগে আগে ব্যান্ড বাজিয়ে পরিক্রমা করে।

শনিবার (১৪ জুলাই) রথটি লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির থেকে বের হয়ে ব্যান্ডের গানের তালে তালে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উজ্জ্বয়ন্ত প্রাসাদের রাজপরিবারের অংশে আসে। সেখানে রাজ পরিবারের উত্তরপুরুষরা এবং তাদের পূজারি রথে পূজা দেন। এরপর একইভাবে আবার ব্যান্ড বাজিয়ে রথটিকে লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরে নিয়ে যাওয়া হয়।

ত্রিপুরায় রাজন্য আমল থেকে এ প্রথা চলে আসছে। তখন রাজ সৈন্যরা এভাবে রথ নিয়ে পরিক্রমা করতেন। একইভাবে রাজধানীর রাধানগর রাধামাধব মন্দিরের রথটিকেও পুলিশ ব্যান্ড বাজিয়ে পরিক্রমা করে। রাজ্য আমল থেকে এখানেও এ প্রথা চলে আসছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।