ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শরণার্থী প্রত্যাবাসন: ৩ জনকে বরখাস্তের নির্দেশ বিপ্লবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
শরণার্থী প্রত্যাবাসন: ৩ জনকে বরখাস্তের নির্দেশ বিপ্লবের বক্তব্য রাখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার উত্তর জেলার বিভিন্ন এলাকায় মোট ছয়টি শিবিরে বসবাসরত ব্রু জনজাতি শরণার্থীদের নিজ রাজ্য মিজোরামে ফিরে যেতে বাধা দেওয়ায় তিন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ নির্দেশ দিয়েছেন বলে মঙ্গলবার (১৭ জুলাই) নিজেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

বিপ্লব দেব বলেন, ব্রু জনজাতির শরণার্থীরা স্বরাজ্যে ফিরে যেতে চাইলেও ক্যাম্পের নেতাদের কয়েকজন চান না তারা ফিরে যান।

তাদের সঙ্গে জড়িত রয়েছেন ওই তিন দুর্নীতিবাজ কর্মকর্তাও। ওই তিন কর্মকর্তা তাদের ব্যক্তিগত স্বার্থে ব্রু জাতির ফেরায় বাধা দিচ্ছেন। তারা বিভিন্ন কৌশলে এ কাজটি করছেন। শরণার্থীদের জন্য যে রেশন আসে তা থেকে কমিশন পাচ্ছিলেন বিধায়।

ইতোমধ্যে রাজ্যের মুখ্য সচিবকে ওই তিন অভিযুক্তকে বরখাস্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন বলা যায় ব্রু শরণার্থীদের নিজ রাজ্যে প্রত্যাবর্তনে বাধা রইলো না।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।