ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভেঙে ফেলা মূর্তি গড়ে দেবে বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
ভেঙে ফেলা মূর্তি গড়ে দেবে বিজেপি বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার সাবেক উপমুখ্যমন্ত্রীর ভেঙে দেওয়া মূর্তিটি আবার নতুন করে তৈরি করে দেবে বিজেপি। 

শনিবার (২৮ জুলাই) আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠান শেষে বাংলানিউজকে এ কথা জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।
 
তিনি আরও জানান, ইতোমধ্যে দলের ঊনকোটি জেলা কমিটিকে মূর্তি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

যদি তারা মূর্তি তৈরির সব অর্থ না দিতে পারে, তবে তা তৈরি করতে ত্রিপুরা সরকার সহায়তা করবে।  

বিপ্লব কুমার দেব আরও জানান, মূর্তি ভাঙার ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজ করতে পারেনা বিজেপি। এটি রাজ্য সরকারের বদনাম রটানোর ষড়যন্ত্র।
 
উল্লেখ্য, গত বুধবার (২৪ জুলাই) গভীর রাতে কে বা কারা ত্রিপুরা রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বামপন্থি আন্দোলনের অন্যতম নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি ভেঙে ফেলে। বৈদ্যনাথ মজুমদারের নিজ এলাকা ঊনকোটি জেলার কৈলাসহর এলাকায় এ ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।