ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাজপেয়ীর মৃত্যুতে ত্রিপুরায় মাসব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বাজপেয়ীর মৃত্যুতে ত্রিপুরায় মাসব্যাপী কর্মসূচি বক্তব্য রাখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করবে ত্রিপুরা প্রদেশ বিজেপি।

ত্রিপুরার প্রতিটি বুথে এ কর্মসূচি পালন ও বাজপেয়ীর চিতা ভস্ম’র কলস রাজ্যে নিয়ে আসা হবে।

রোববার (১৯ আগস্ট) আগরতলায় ধলেশ্বর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর স্কুলে বিজেপি’র কর্মীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি জানান, দু’দিনের মধ্যে রাজ্যে আসছে ভস্ম কলস। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে চিতা ভস্ম’র কলস রাখা হবে, এখানে এসে কর্মী-সমর্থকরা শ্রদ্ধা জানাবেন। পরে গোমতী, হাওড়াসহ অন্যান্য বড় নদীতে তারা শ্রদ্ধার সঙ্গে সেটি বিসর্জন দেবেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।