ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উদযাপন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাতে রাখি বেঁধে দিচ্ছেন এক শিশু। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারি বাস ভবনে ‘রাখি বন্ধন’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ আগস্ট) রাজধানীর শিশুবিহার এলাকার সরকারি বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিশু, দৃষ্টি প্রতিবন্ধী, নারী পুলিশ সদস্য ও বিজেপির মহিলা মোর্চার সদস্যসহ বিভিন্ন স্তরের নারী-পুরুষ। এ সময় তারা মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হাতে রাখি বেঁধে দেন।

মুখ্যমন্ত্রী রাখি উৎসব সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, যুগ যুগ ধরে ভারতে রাখির প্রচলন ছিল। রাজারা যখন যুদ্ধে লিপ্ত হতেন তখন রানীরা যুদ্ধ বন্ধ করতে প্রতিপক্ষ রাজাকে রাখি পাঠাতেন। রাখি পাওয়ার পর যুদ্ধ থামিয়ে বন্ধুত্ব করে নিতেন প্রতিপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।