ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ত্রিপুরায় নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ৩ নিষিদ্ধ কফ সিরাপসহ আটক তিন। ছবি: বাংলানিউজ

আগরতলা: মাদকবিরোধী অভিযানে নেমে আবারো সাফল্য পেলো ত্রিপুরা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সদর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ও পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ সাহার নেতৃত্বে রাজধানীর পার্শ্ববর্তী আড়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়।  

এ সময় দু’টি গাড়িতে বোঝাইকালে ৩ হাজার ২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ বা ফেনসিডিল জব্দ করা হয়।

একই সঙ্গে তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে আটকদের তল্লাশি করে নগদ ১ লাখ রুপি উদ্ধার করা হয়।

ওসি দেবাশিষ সাহা জানান, জব্দকৃত কফ সিরাপগুলোর বাজার মূল্য প্রায় ১৫ লাখ রুপি।   আটক মাদকবিক্রেতাদের বাড়ি সিপাহীজলা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী সোনামুড়া এলাকায়। কফ সিরাপগুলো বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।