ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দুর্গাপূজায় ত্রিপুরায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
দুর্গাপূজায় ত্রিপুরায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সংবাদ সম্মেলনে ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা

আগরতলা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩ লাখ ২৬ হাজার মানুষকে কাজের সুযোগ করে দেবে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ত্রিপুরা সরকারের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।  

এর আগে প্রতি বছর দুর্গাপূজার আগে ত্রিপুরা সরকার ২ লাখ ২৬ হাজার মানুষকে দু’দিনের জন্য কাজের ব্যবস্থা করে দিতো।

এ বছর রাজ্যের নতুন সরকার আরও ১ লাখ বেশি মানুষকে কাজের ব্যবস্থা করে দেবে। এর জন্য ত্রিপুরা সরকারের বাড়তি খরচ হবে প্রায় ১ কোটি ৫৬ লাখ রুপি।  

যীষ্ঞু দেববর্মা বলেন, আসন্ন দুর্গাপূজায় রাজ্যের ৪২ শতাংশ মানুষ কাজ পাবেন। এখন থেকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোনো কর্মচারী যদি কাজ করার সময় দুর্ঘটনায় মারা যান, তবে তাদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগে এর পরিমাণ ছিলো মাত্র ৩ লাখ রুপি।  

তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। এখন ক্ষতিপূরণের পরিমাণ আগের তুলনায় বেড়েছে ৩০০ শতাংশ।   

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।